প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৯
২৭৪ নং লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন
রামগঞ্জে কে হচ্ছেন ধানের শীষের কাণ্ডারী? প্রার্থী রয়েছে একাধিক, মাঠ চষে বেড়াচ্ছে জামাত

২৭৪নং লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনটি হতে কে হচ্ছেন ধানের শীষের কাণ্ডারী এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এখানে বিএনপির একাধিক প্রার্থী তো রয়েছেই, তার উপর বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকের প্রার্থিতা ঘোষণা করেছেন। গত ২০১৪ সাল থেকে এ আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায়। এখন তা পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে বিএনপি, তবে দলটিতে একাধিক প্রার্থী হওয়ার কারণে যদি কোনো বিদ্রোহী গ্রুপ দাঁড়িয়ে যায়, সে ক্ষেত্রে আসনটি পুনরুদ্ধারে হিমশিম খেতে হবে বিএনপিকে। এ আসনটি বরাবরই বিএনপির দখলে ছিলো, ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে এই আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায়। এখানে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও অন্যান্য দলের রয়েছে একজন করে প্রার্থী। তবে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী। তিনি দিনরাত উপজেলার এক প্রান্ত হতে অপর প্রান্ত চষে বেড়াচ্ছেন। অবশ্য অন্যান্য প্রার্থীও বসে নেই। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনটির আয়তন প্রায় ১৭০ বর্গ কিলোমিটার। এ আসনে দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এখানে সর্বমোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৬২৮ জন। বিএনপির ঘাঁটি নামে খ্যাত এই আসনটি বরাবরই বিএনপির দখলে ছিলো। এ আসনে বিএনপি হতে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া তিন বার এবং প্রয়াত নাজিম উদ্দিন আহমেদ দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ও ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ হতে আনোয়ার হোসেন খান নির্বাচিত হন।
|আরো খবর
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন : ২০১৮ সালের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াসিন আলী, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল জিয়ার পুত্র মাসফিকুল হক জয়। এছাড়াও বিএনপি হতে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি নেতা ও স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম। যদিও তাকে শেখ হাসিনার সাথে চীন সফরের অজুহাতে বিএনপি হতে সদস্য পদ বাতিল করা হয়েছে। অন্যান্য দলের একক প্রার্থীরা হচ্ছেন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক লক্ষীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টি হতে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড়ো ভাই মাহবুব আলম। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম নিজেও হয়তো এ আসনের প্রার্থী হতে পারেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে লক্ষ্মীপুর জেলার সহ-সভাপতি ও আল মদিনা ফার্মাসিউটিক্যালস-এর চেয়ারম্যান মো. জাকির হোসেন পাটোয়ারীও প্রার্থী হতে পারেন। এ ছাড়া এবি পার্টি হতে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল এ আসনের প্রার্থী হতে পারেন। বিএনপির প্রার্থীদের সাথে আলাপ করে জানা গেছে, বিএনপিতে যদিও একাধিক প্রার্থী রয়েছে, তবে যিনিই ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আসবেন সবাই তার পক্ষে কাজ করবেন। কিন্তু এর যদি ব্যতিক্রম হয় তাহলে বিএনপির ঘুরে দাঁড়াতে কষ্ট হবে। অপরদিকে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ইতোমধ্যে রামগঞ্জ উপজেলা বিএনপির অধিকাংশ নেতা-কর্মীর আস্থাভাজন হয়ে উঠেছেন। কিন্তু সিইসি যদি শরীক দলদেরকে ধানের শীষ প্রতীক ব্যবহার করতে না দেয় সে ক্ষেত্রে শাহাদাত হোসেন সেলিমের কপাল পুড়তে পারে।
তবে এ প্রসঙ্গে শাহাদাত হোসেন সেলিম বলেন, আমি ২০১৮ সালে বিএনপি হতে ধানের শীষে প্রতীকের নমিনেশন নিয়ে নির্বাচন করেছি। সিইসি হয়তো নিবন্ধিত দলের প্রার্থীদের ধানের শীষ প্রতীক ব্যবহার করতে নাও দিতে পারে। তবে আমার এটি নতুন দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমার দলের কোনো নিবন্ধন নেই, তাই আমি ধানের শীষ প্রতীক ব্যবহার করতে পারবো।
অন্যদিকে ঢাকা দক্ষিণের বিএনপির যুগ্ম আহ্বায়ক ধানের শীষ প্রতীকের আরেক প্রার্থী হারুনুর রশিদ জানান, ২০১৮ সালে বিএনপি থেকে আমিই নমিনেশন পেয়েছিলাম, কিন্তু লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের অনুরোধে বিএনপির নীতি নির্ধারকরা তখন এ আসনটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির তৎকালীন মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে ছেড়ে দেন। মূলত আমিই এ আসন থেকে নমিনেশন পেয়েছিলাম, আশা করি এবার তা হবে না। এবার শাহাদাত হোসেন সেলিম নতুন দল গঠন করেছেন। আমিই বিএনপি হতে ধানের শীষ প্রতীকের নমিনেশন পাবো।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নাজমুল হাসান বলেন, দেশবাসী পরিবর্তন চায়। গত এক বছর যাবত দেশবাসী সব দলের কার্যক্রম পর্যবেক্ষণ করেছে, সবাই চায় নতুনত্ব। আশা করি এবার এ আসনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া অন্যান্য দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টিসহ সব দলের প্রার্থীরাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং প্রত্যেকে প্রত্যেকের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।