প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৪
ববি হাজ্জাজের ওপর হামলায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের তীব্র নিন্দা

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলন-এনডিএম চাঁদপুর জেলা শাখা।
|আরো খবর
রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) এক বিবৃতির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এই হামলাকে ‘গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত’ হিসেবে আখ্যা দেওয়া হয়।
বিবৃতিতে জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলন-এনডিএম-এর চাঁদপুর জেলা আহ্বায়ক মেহেদী হাসান রাফি বলেন, “ববি হাজ্জাজ দেশের বর্তমান স্বৈরতান্ত্রিক ও গণতন্ত্রবিরোধী অবস্থার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তাঁর ওপর সন্ত্রাসী হামলা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং গণতান্ত্রিক কণ্ঠগুলোকে স্তব্ধ করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা।'' তিনি আরো বলেন, এই হামলায় দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে, পাশাপাশি সকল বিরোধী কণ্ঠের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অন্যান্য ছাত্র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে ছাত্র সমাজ চুপ করে থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় থাকবো— ববি হাজ্জাজের ওপর হামলা তারই একটি স্পষ্ট উপলক্ষ।”