প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৬
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা'র শুভ আগমন দিবস উপলক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন কারিগরি শাখার সহকারী শিক্ষক মো. শাহজাহান মুন্সী।
উপস্থিত ছিলেন বিএম শাখার সমন্বয়ক মোস্তাফিজুর রহমান, কলেজ সাধারণ শাখার সমন্বয়ক তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়ক মো. জহিরুল ইসলাম মজুমদারসহ সকল শাখার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মো. নাজমুস সাদাত।পবিত্র কোরআন তিলাওয়াতে ১ম হয়েছে ৯ম শ্রেণির মো. ইসমাইল হোসেন, ২য় হয়েছে ৯ম শ্রেণির মো. এহসান বিন ছাঈদ ও তৃতীয় হয়েছে ৮ম শ্রেণির মো. ছাইফ। হামদ-নাত প্রতিযোগিতায় ১ম হয়েছে ৮ম শ্রেণির সুরাইয়া আক্তার, ২য় হয়েছে ৮ম শ্রেণির সানজিদা ইসলাম ও ৩য় হয়েছে ৮ম শ্রেণির আরোহী ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষকগণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।