শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১:০০

ইসলামী যুব আন্দোলনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চাঁদাবাজ দখলবাজরা পিআর সিস্টেমের নির্বাচনকে ভয় পায় : হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান

চাঁদাবাজ দখলবাজরা পিআর সিস্টেমের নির্বাচনকে ভয় পায় : হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান
প্রেস বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও মনোনয়ন বাণিজ্যকারীরাই পিআর সিস্টেম নির্বাচনকে ভয় পায়। পিআর সিস্টেম বা আনুপাতিক হারে নির্বাচন হলে সকল ভোটারের ভোটের প্রতিফলন ঘটবে। কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। পেশীশক্তির রাহুগ্রাস থেকে ভোটাররা নিরাপদ থাকবে। অস্ত্রের ভয় দেখিয়ে বাক্স ছিনতাই হবে না। সর্বোপরি দেশে নতুন করে স্বৈরাচার সৃষ্টি হবে না। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, দেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে থাকলেও একটি রাজনৈতিক দল এর চরম বিরোধিতা করে আসছে।

শুক্রবার (৪ জুলাই ২০২৫) সকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ১৩নং হানারচর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা যুব আন্দোলন সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তফা পাটওয়ারী, হাফেজ তানজিল আহমাদ, আবু সাইদ বেপারী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, আমাদের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। সবাইকে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়