প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০০:৫০
রিমান্ড শেষে কারাগারে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি

চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিক নাছির উদ্দিন আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শেষে হাজির করা হলে তাকে তিনি কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের আদালত পরিদর্শক জানিয়েছেন, চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণের ঘটনার মামলায় দুই দিনের রিমান্ড শেষে নাছির উদ্দিন আহমেদকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৯ জুন ২০২৫) দুপুরে চাঁদপুর সদর আমলী আদালতে তাকে হাজির করা হয়। সেখানে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা মো. বাহার মিয়া জানান, ১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় নাছির উদ্দিন আহমেদকে কারাগার থেকে থানায় আনা হয়। রিমান্ডে দুদিন জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গত ২২ জুন ঢাকার কারাগার থেকে চাঁদপুরে আনা হয় নাছির উদ্দিন আহমেদকে। ওই দিন তাকে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে পতিত শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ মামলায় আসামী দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।