প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১:১১
মতলব উত্তরে কৃষকদলের ৩১ দফার লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপন

মতলব উত্তর উপজেলার কৃষকদলের নেতারা ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখা বাংলাবাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের ছবি সম্বলিত ৩১ দফার বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
এ সময় উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন জজ, মো. হারুন অর রশিদ পাইলট, যুবদল নেতা মো. শাহীন খান ও উপজেলা জিয়া সংসদ পরিষদের সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তাঁরা বলেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেয়ার জন্যে লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা।