বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১৯:০৮

বাকিলা কেন্দ্রীয় ঈদগাহ প্রতিষ্ঠার প্রথম জামায়াতে ৫ হাজার মুসল্লির নামাজ আদায়

কামরুজ্জামান টুটুল।।
বাকিলা কেন্দ্রীয় ঈদগাহ প্রতিষ্ঠার প্রথম জামায়াতে ৫ হাজার মুসল্লির নামাজ আদায়

এক ইতিহাস রচনা করেছে হাজীগঞ্জের বাকিলার বাসিন্দারা। বাকিলা কেন্দ্রীয় ঈদগাহ প্রতিষ্ঠার পর প্রথম ঈদ জামাত হিসেবে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে প্রায় ৫ হাজার মুসল্লি। বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদগাহ প্রতিষ্ঠার প্রথম জামায়াতে নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিগণ। বাকিলা বাজারের ৩টি মসজিদসহ তৎসংলগ্ন এলাকার ১০টি মসজিদের মুসল্লিগণ ঐকমত্যের ভিত্তিতে উক্ত ঈদগাহ প্রতিষ্ঠার প্রথম জামায়াতে শরীক হন। সোমবার (৩১ মার্চ ২০২৫) সকাল ৯ টায় পূর্ব ঘোষিত সময়ে নামাজ অনুষ্ঠিত হয়। আসছে ঈদুল আজহার ঈদের জামাত উক্ত ঈদগাহে সকাল ৮ টায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য ঘোষণা দেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাকিলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি মো. মিজানুর রহমান মিলন।

ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে গত কয়েকদিন পূর্বে পুরো মাঠ জুড়ে বিশাল সামিয়ানা টানানোসহ স্কুল গেটের সম্মুখে দৃষ্টিনন্দন গেইট করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যে নামাজ আদায়ে মুসল্লিদের যাতে ন্যূনতম ব্যাঘাত না ঘটে সে জন্যে নেয়া হয়েছিলো ব্যাপক প্রস্তুতি। বালি ফেলে পুরো মাঠ সমান্তরাল করা হয়েছিল। মাঠের পাশে করা হয়েছে অস্থায়ী অজুখানা।

বাকিলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক, বাকিলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও বাকিলা বাজার ইজারাদার আব্দুল মতিন স্বপনের সার্বিক ব্যবস্থাপনায় ঈদের জামাতে ইমামতি করেন বাকিলা পূর্ব বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মেল হক ও মোনাজাত পরিচালনা করেন বাকিলা জিলানী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু তাহের।

বাকিলা ঈদগাহ কমিটির অর্থ সম্পাদক মাওলানা মো. আরাফাত হোসেন মিয়াজীর সঞ্চালনায় ও প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রাজুর সার্বিক সহযোগিতায় ঈদের জামাত সম্পন্ন হয়।

উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাহ পরিচালনা কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য মাওলানা আবু তাহের, মোস্তফা কামাল, মাওলানা রফিকুল ইসলাম, আলহাজ্ব এম এ খালেক, আবুল হোসেন মাস্টার, বিল্লাল হোসেন মজুমদার, ডা. আব্দুল মান্নান, হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া, আলহাজ্ব জামাল হোসেন মিয়াজী, খলিলুর রহমান বেপারী, সোলেমান হাওলাদার, আবু জাফর বেপারী, হোসেন মোল্লা লিটন, মাওলানা মাহবুবুর রহমান, আলহাজ্ব মো. হোসেন ভূঁইয়া, আব্দুর করিম সর্দার, জুলহাস মিয়া, শরীফুল ইসলাম মিয়াজী, মোবাশ্বের হোসেন মোল্লা, মোশারফ হোসেন মোল্লা রবিন, আবুল ফারাহ্, রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়