প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০০:৫৩
দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী

ফ্যাসিস্ট সরকারের পতনের পর
|আরো খবর
পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ প্রায় দেড় যুগ পর মুক্ত বাতাসে কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতা-কর্মীদের এবারের ঈদ ছিলো এক ব্যতিক্রমধর্মী উৎসবের।
।সেই সুবাদে
মুক্ত পরিবেশে ঈদ- পরবর্তীতে নিজ এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন চাঁদপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা খান সফরী।
মঙ্গলবার ( ১ এপ্রিল ২০২৫) দুপুরে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে নিজ বাড়িতে দুপুর থেকে বিকেল পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এরপর নিজ ইউনিয়ন পাশ্ববর্তী বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজারসহ বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে সর্বস্তরের জনগণের সাথে দেখা করে সালাম বিনিময় করেন। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম জানান।
এ সময় মোস্তফা খান সফরীর সাথে বিএনপি নেতা অ্যাড. এ এইচ এম আশরাফুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা- কর্মীগণ উপস্থিত ছিলেন।
মোস্তফা খান সফরীর
নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে দেখা-সাক্ষাতে নির্বাচনী আমেজে থাকা দলটির নেতা-কর্মীরাও উজ্জীবিত।
উল্লেখ্য, আগামী নির্বাচনের মনোনয়নপ্রত্যাশীরা তৃণমূলকে আস্থায় নিতে এলাকায় অবস্থান করছেন। তাঁরা বিগত দিনে নির্যাতিত নেতা-কর্মী ছাড়াও গুম-খুনের শিকার নেতা-কর্মীর পরিবারের কাছেও যাচ্ছেন, ঈদসামগ্রী পৌঁছে দিচ্ছেন। জনসংযোগ, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ঐক্য ও শান্তির বার্তা দিচ্ছেন।