বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১৪:৫২

ফরিদগঞ্জে দুই নারীর আত্মহত্যা

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে দুই নারীর আত্মহত্যা

ফরিদগঞ্জে তাহমিনা আক্তার মিনা (২০) ও সাবিনা আক্তার (২২) নামে দুই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাহমিনা উপজেলা ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোয়া গ্রামের প্রবাসী রাসেলের স্ত্রী ও সাবিনা উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের উভরামপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ে।

জানা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোয়া গ্রামের কাতার প্রবাসী রাসেল সম্প্রতি দেশে আসেন। গত সোমবার ঈদের দিন স্ত্রী তাহমিনাসহ শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। পরদিন মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) সকালে তাহমিনা পরিবারের অলক্ষ্যে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়।

অন্যদিকে উভারামপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ের সাবিনা আক্তার (২২) কিছুটা মানসিক রোগে আক্রান্ত। মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) বিকেলে পরিবারের সকলের অগোচরে ঘরের আড়ার গলায় ফাঁস দেয়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জনান, থানা পুলিশ সংবাদ পেয়ে উভয় স্থান থেকে লাশ উদ্ধার করে। এর মধ্যে সাবিনা আক্তারের লাশ পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করা হয়েছে। অন্যদিকে তাহমিনার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়