বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০৮:৪০

চাঁদপুর আউটার স্টেডিয়ামে ঈদুল ফিতরের বিশাল জামাত

কুরআন-হাদিসের আলোকে জীবন গঠন করার আহ্বান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
কুরআন-হাদিসের আলোকে জীবন গঠন করার আহ্বান
চাঁদপুর আউটার স্টেডিয়ামে ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।

চাঁদপুর আউটার স্টেডিয়ামে প্রায় ১০ হাজার মুসল্লির অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ ২০২৫) সকাল ৮টায় ছিলো এই ঈদ জামাতের নির্ধারিত সময়। এর আগেই শহরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদগাহে এসে উপস্থিত হন। আবহাওয়া অনুকূলে থাকায় খুবই মনোরম পরিবেশে স্বাচ্ছন্দ্যে মুসল্লিরা নামাজ আদায় করেন।

নামাজে ইমামতি করেন প্রখ্যাত আলেম, চাঁদপুর সরকারি কলেজ শেরেবাংলা ছাত্রাবাস মসজিদের খতিব ও ফরিদগঞ্জ চান্দ্রা সামাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনম মুহিবুল্লাহ। তিনি ঈদ নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়াতমূলক বয়ান রাখেন। কুরআন ও হাদিসের আলোকে প্রত্যেকের জীবন গঠন করার আহ্বান জানান। তিনি বলেন, কুরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজান আমাদেরকে কী শিক্ষা দিলো--এটি অনুভব যখন করবেন, তখনই আপনার মাঝে পরিবর্তন আসবে। আর আপনার নৈতিক চরিত্র, আচরণ যদি আগের মতোই থাকে, তাহলে বুঝতে হবে আপনার মাঝে কোনো পরিবর্তন আসলো না, আত্মশুদ্ধি অর্জন হয় নি।

নামাজ ও খুতবা শেষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী সেলিম আকবর। তিনি বলেন, সকলের সহযোগিতায় আমাদের এই ঈদ জামাতের আয়োজন। আগামীতে এই আয়োজন আরো বৃদ্ধি করার চেষ্টা করা হবে। আশা করি আপনারা আরো সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারবেন। এছাড়া কমিটির উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী নজরুল ইসলাম আলম। তিনি আগামী ঈদুল আযহার জামাতের সময় মাঠে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করার অঙ্গীকার করেন।

নামাজ শেষে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়ায় মুসল্লিরা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে জীবনের গুনাহ স্মরণ করে কান্নাকাটি করেন। দোয়া শেষে মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান পাটওয়ারী, উপদেষ্টা প্রফেসর মামুনুর রশিদ, আব্দুর রশিদ সর্দার, সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, কামাল মুন্সি, যুগ্ম সম্পাদক অ্যাড. এজেডএম রীপন, মাহমুদ আহমেদ মিঠু, সোয়েবুর রহমান, গোলাম মর্তুজা চৌধুরী আপেল, অ্যাড. আকতার সরকার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান লিটন, প্রচার সম্পাদক শরীফ সরকার, সদস্য ছানাউল্লা, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর, চয়ন ও বেলালসহ কমিটির অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অন্যান্য বছর থেকে এবার আউটার স্টেডিয়ামের ঈদ জামাতে মুসল্লি অনেক বেশি হয়েছে এবং আয়োজনেও ব্যাপকতা ছিল। মুসল্লিরা ঈদগাহর পরিবেশ, খতিবের আলোচনা, দোয়া সবকিছু মিলিয়ে এখানে নামাজ আদায় করে বেশ সন্তোষ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়