মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৭

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে

-------------------চাঁদপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীর নিজস্ব অর্থায়নে ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান।

তিনি বলেন, তোমাদের সামনের দিনগুলোকে সুন্দরভাবে কাজে লাগাতে হবে। জীবনের প্রথম পাবলিক পরীক্ষার মাধ্যমে তোমরা শিক্ষা জীবনের প্রথম স্বীকৃতি পাবে। এ সাফল্যের মাধ্যমে পরবর্তী সাফল্যের দরজা খুলে যায়। পড়ালেখার পাশাপশি ভালো মানুষ হতে হবে, মানবিক মানুষ হতে হবে। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি এ এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তোমরা এই সময়টা পড়াশোনার কাজে লাগাবে। ভালো ফলাফল করে জীবনের লক্ষ্যে পৌঁছবে। জ্ঞান অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের মূল লক্ষ্য জ্ঞান অর্জন ও ভালো মানুষ হওয়া। পিতা-মাতা ও শিক্ষকদের সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখাতে হবে। এই সমাজ আলোকিত করতে তোমাদের ভূমিকা থাকবে এ প্রত্যাশা রাখি।

শাহতলী জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সোহেল রুশদী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ আজিজুর রহমান, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন, উত্তর শাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, সমাজসেবক মো. নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড (শাহতলী) বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, মেহেরুন্নেছা, সহকাীর শিক্ষক দীপঙ্কর দে, মাও. আব্দুল মান্নান, মো. নেছার আহমেদ খান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আয়শা আক্তার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষার্থী নুসরাত জাহান ও দশম শ্রেণির শিক্ষার্থী আলিছা মৌ।

অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, বিশেষ অতিথি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন সোহেল রুশদী।

অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়