বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১৫:৫৪

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধের ওপর নির্মম নির্যাতন

বাকবিতণ্ডা থামাতে গিয়ে হামলার শিকার হয়ে মাথায় তিন সেলাই

শামীম হাসান।।
বাকবিতণ্ডা থামাতে গিয়ে হামলার শিকার হয়ে মাথায় তিন সেলাই

বৃদ্ধ হাসিম পাটওয়ারী বেশ সাধাসিধে প্রকৃতির মানুষ। নিজ বাড়ির প্রবেশমুখে মসজিদ নির্মাণের কার্যক্রম শুরুর থেকেই একাগ্রচিত্তে নিজ ইচ্ছেতেই মসজিদের দেখাশোনা করেন তিনি। দিনের অন্য সময় কোথাও কাজ পেলে তা করেন, নয়ত অধিকাংশ সময় কাটে আজান দেওয়া সহ মসজিদের সেবার কাজের মধ্য দিয়ে।

বৃদ্ধ বয়সী হাসিম পাটওয়ারী সরল প্রকৃতির হওয়ায় ছোট হোক বড় হোক নিজের সকল জিনিসপত্র গুছিয়ে রাখেন একান্ত যত্নে। বাঁশঝাড় থেকে পাওয়া লাঠির বোঝা নিজের প্রয়োজনে সংরক্ষণ করে রাখলেও পরে তা খুঁজে পাননি। পরে বেশ খোঁজাখুঁজির পর সেগুলোর সন্ধান মিলে। সুনির্দিষ্ট ব্যক্তিকে এগুলো নেওয়ার বিষয়টি জিজ্ঞেস করার চেষ্টাই কাল হয় তার। বেদম মারধরের শিকার হন প্রতিবেশী খোরশেদ-জাহাঙ্গীর গংয়ের হাতে। কপালসহ মুখের ভিন্ন অংশে তীব্র আঘাতের কারণে রক্ত জমাট বাঁধে তার।

হামলার শিকার হওয়া বৃদ্ধ হাসিম পাটওয়ারী এই প্রতিবেদককে জানান, জাহাঙ্গীর-খোরশেদরা অনেক আগে থেকেই ভিন্ন সময়ে মসজিদে আযান দেওয়া থেকে শুরু করে ভিন্ন বিষয়ে আমাকে কেন্দ্র করে নানা কথা বলতো, শুধু চাইতো আমি যেন কিছু বলি বা সাড়া দেই। তাতেই তারা যেন আমার ওপর হামলা করতে পারে। রোজার আগে তারা আমাকে একদিন অনেক মারধর করে।

একই বাড়ির কয়েকজন নারী জানান, হাসিম পাটওয়ারীর মতো বুড়ো মানুষটাকে কী মারা মারছে তারা, কতো কান্নাকাটি করে বলছি আর মারছে না। তাও কারো কথা শুনে নাই।

ঘটনাপ্রবাহে বৃদ্ধ বাবার ওপর এমন নাক্কারজনক ঘটনার বিষয়ে বিচার পাওয়ার চেষ্টা চালান হাসিম পাটওয়ারীর ছেলে নুরুল ইসলাম ও আল-আমীন। এমন প্রচেষ্টাকালেই সোমবার (৩১ মার্চ ২০২৫) ঈদের দিন রাতে বিচার প্রত্যাশার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় খোরশেদ-জাহাঙ্গীর গংয়ের সাথে বাকবিতন্ডা থামাতে গিয়ে খোরশেদ-জাহাঙ্গীর গংয়ের তীব্র আক্রমণের শিকার হন একই বাড়ির বাসিন্দা মমিন পাটওয়ারী। ইসলাম পাটওয়ারী ও সিরাজ পাটওয়ারী গং প্রচণ্ডভাবে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার কথা জানান আহত মমিন পাটওয়ারী। হামলার শিকার হওয়ার পর ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করতে গেলে আহত মমিন পাটওয়ারীর বাড়ি ঘরে ফের হামলা করে খোরশেদ আলম, জাহাঙ্গীর হোসেন, ইসলাম পাটওয়ারী, সিরাজ পাটওয়ারী, রাসেদ হোসেন, মেহেদী পাওয়ারী, বাবু হোসেন ও বিল্লাল পাটওয়ারী। বসতঘরের দরজার একাংশ ভেঙ্গে ফেলা, জানালা ভাংচুরের চেষ্টা এবং এক পর্যায়ে আহত মমিন পাটওয়ারীকে হত্যার হুমকি দেয়ার কথা জানান ভুক্তভোগী মমিন পাটওয়ারীর পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজারস্থ পালতালুক এলাকার রমজান আলী পাটওয়ারী বাড়িতে।

হামলার ঘটনার বিষয়ে মো. নুরুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় জানান, ঈদের দিন রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগটির বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

হামলার ঘটনায় অভিযুক্ত মো. খোরশেদ আলম পুরো ঘটনাটিকে অস্বীকার করে বলেন, তারা আমার ভাই জাহাঙ্গীরকে মেরেছে, সে এখন চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়