প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:০৯
চাঁদপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
রুট লেভেল থেকেই এগিয়ে যেতে হবে---জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় চাঁদপুরে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট। চাঁদপুরের ভ্যেনুতে চারটি জেলা দল অংশ নিবে। সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা ক্রিকেট দল। খেলায় নোয়াখালীর সাথে ৯২ রানে জয়লাভ করে লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দল।
|আরো খবর
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শরীর ও স্বাস্থ্য গঠনে সহায়ক কাজ করে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে হবে । নিয়মিত খেলাধুলার অনুশীলন করতে হবে। এখান থেকে ভালো খেলা দেখাতে পারলে আগামীদিনের পথ আরো সুবিধা হবে। রুট লেভেল থেকেই আগামীদিনে এগিয়ে যেতে হবে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, বিসিবির কোচ ও নির্বাচক মো. রুহুল কুদ্দুস শামিম, ক্রিকেটার মোরসালিন খান, চাঁদপুরের ভেন্যু ম্যানেজার গাউসুল আলম ও ক্রিকেট কোচ পলাশ কুমার সোম ।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, চাঁদপুর স্টেডিয়াম ভেন্যুতে খেলা হবে চারটি জেলার। জেলাগুলো হলো : নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া।
উদ্বোধনী ম্যাচে খেলা পরিচালনা করেন আম্পায়ার সুকন ও ফারুক।