শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪

শ্রীমঙ্গলে বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ হাবিব উল্লাহ (৩২) নামের এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। হাবিব উল্লাহ শ্রীমঙ্গলের সিন্দুখাঁন ইউনিয়নের হুগলীয়া গ্রামের আজিম মোল্লার ছেলে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাতে শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরতলীর হবিগঞ্জ সড়কে চেক পোস্ট পরিচালনার সময় নাম্বারবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে অবৈধ পথে আমদানিকৃত ৪৬ বোতল বিদেশী মদ জব্দ করেন। এ সময় মাদক কারবারি হাবিব উল্লাহকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত হাবিব উল্লাহর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়