শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬

মব

বিমল কান্তি দাশ
মব

বিমল কান্তি দাশ মব

‘মব’ দুটি বর্ণের এতই প্রতাপ!

যুগে যুগে কতই না ছড়িয়েছে উত্তাপ।

সাদাকে রাঙায়েছে ঘোর কালো রঙ,

কৃষ্ণা কালোকে রাঙিয়েছে নিখুঁত ধবলে।

সরকারের উত্থান-পতন যখন অনিবার্য,

‘মবে’র খেলাটাই যেন এদেশে অপরিহার্য।

অঘটনঘটনপটীয়সী অপরাজনীতির অলংকার,

অপছন্দের সুস্থ রাজনীতিটাই তোমার অহংকার।

সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে দেওয়াই যদি ‘মব’,

তবে চলমান রাজনীতিতে মনুষ্যত্বটাই হবে শব।

যখন যেমন তখন তেমন গা ভাসানো মূঢ়তা,

জীবনে শুধুই স্বাভাবিকত্ব, নেই স্থিতিস্থাপকতা।

শৈশবে মাতৃভাষায় নৈতিক শিক্ষাটাই জরুরি,

মানব জীবনের দায়িত্ববোধের এটাই হাতেখড়ি।

আর অন্য মাধ্যমের শিক্ষা পরে শিখিবে নিশ্চিত,

ব্যত্যয় ‘মব’ অনুশীলনটাই হবে পীড়িত।

পরিস্থিতির হঠাৎ নীবরতা এনেছে মব,

শংকিত মানুষগুলো আজি অতিশয় নীরব।

দূর হোক অতি ভয়ংকর ‘মব’ সংশয়,

মানবতা মুক্তি পাক দূরে থাক ভয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়