প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫
শান্তির খোঁজে
মুহাম্মদ শাহিন

মুহাম্মদ শাহিন শান্তির খোঁজে
তুমি কী চাও, হে মানব?
শান্তি তব কীসেÑ
রোদের প্রতিচ্ছবিতে,
নাকি ভিজা ছাউনির ফোঁটায়?বটতলের ছায়া কি যথেষ্ট? নাকি বৃষ্টির ভিজে স্রোত? তুমি খুঁজে ফেরো দুয়ারে দুয়ারে, স্বস্তি মেলে না কাহারো দারে।
তবু প্রশ্ন থেকে যায়
শান্তি তবে কোথায়?
নিভে যাওয়া প্রদীপের আঁধারে,
নাকি জ্বলে ওঠা আলোর ভেতরে?