বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
  •   অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে
  •   মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ
  •   স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:২৯

টেকনাফে আতঙ্ক!

পাহাড় থেকে ১৭ শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান ব্যর্থ

মো. জাকির হোসেন
টেকনাফে আতঙ্ক!
ছবি : প্রতীকী

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে রোহিঙ্গাসহ ১৭ জন শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতরা বন বিভাগের চারা রোপণের কাজে নিযুক্ত ছিলেন।

কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম জানিয়েছেন, ২১ জন শ্রমিক সোমবার সকালে পাহাড়ে চারা রোপণ করছিলেন। এ সময় একটি দুষ্কৃতকারী দল তাদের ওপর হামলা চালায় এবং ১৭ জনকে পাহাড়ের গভীরে ধরে নিয়ে যায়।

অপহৃতদের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তাদের অনেকেই ফোন করে মুক্তিপণ দাবির ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে বন কর্মকর্তা বলেন, “অপহৃতদের উদ্ধারে পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান শুরু করেছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি তাদের নিরাপদে ফিরিয়ে আনার।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানিয়েছেন, সরকারি কাজে নিযুক্ত শ্রমিকদের অপহরণের ঘটনা খুবই উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এই ঘটনা পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে।

আপডেট: উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়