বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শ্রীনগর কাঁপছে
  •   হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
  •   অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে
  •   মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ
  •   স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২১:০৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনার ২০ দিন পর চিকিৎসাধীন মো. সফিউল্লাহ লিটন মোল্লা (৫০) নামে ফরিদগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর ২০২৪) বাংলাদেশ সময় রাত ৯টার সময় মদিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মো. সফিউল্লাহ লিটন মোল্লা ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দেরগাঁও এলাকার মোল্লা বাড়ির মৃত আবুল হাসেম মোল্লার মেজ ছেলে।

শফিকুর রহমান জানান, আমার মেজো ভাই সফিউল্লাহ গত ৮ ডিসেম্বর তার শ্যালক মামুন হোসেন ও শ্যালিকা লাকি বেগমকে আলুলা থেকে প্রাইভেটকারে করে মদিনা এয়ারপোর্ট পৌঁছে দিতে গিয়ে মদিনা এলাকায় সড়ক দুর্ঘটনা কবলিত হন। এ সময় স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করলেও প্রাইভেটকারে ড্রাইভার অগ্নিদগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। সফিউল্লাহ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মদিনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে আর আমার ভাই কথা বলেনি। হাসপাতালে ২০ দিন পর তার মৃত্যু হলো।

তিনি আরও জানান, আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ছোট ভাই তাজুল ইসলাম কুয়েত থেকে সৌদির উদ্দেশ্য রওনা দিয়েছে। মদিনায় পৌঁছে আমাদের পারিবারিক সিদ্ধান্তনুযায়ী তাকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হবে।

নিহত সফিউল্লাহ এক মেয়ের জনক। তিনি সর্বশেষ প্রায় এক বছর আগে বাড়ি থেকে সৌদিতে যান। সূত্র : : চ্যানেল 24

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়