প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১০:০৪
হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সাথে ইঞ্জি. মমিনুল হকের মতবিনিময়
পাপ্পু মাহমুদ
হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক মতবিনিময় সভা করেছেন। বুধবার (১ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার মমিনুল হকের ব্যবসায়িক হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন ও সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আক্তার মজুমদার, যুবদল নেতা সাইফুল ইসলাম টিপু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীবৃন্দ।