প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২০:০৩
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বিপুল উৎসাহ উদ্দীপনা, আনন্দ মিছিল ও কেক কাটার মধ্য দিয়ে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পক্ষে এবং সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াসের তত্ত্বাবধানে মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে একটি বিশাল আনন্দ মিছিল মতলব সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে মতলব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ গেইটে এসে শেষ হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কার্যক্রমের সমাপ্তি ঘটে। আনন্দ মিছিলে অংশ নেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জসিম মিয়াজী, উপজেলা মৎসজীবী দলের নেতা মনির হোসেন মৃধা, উপজেলা ছাত্রদের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু ও পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম বাবু। আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন প্রধান, নূর মোহাম্মদ মিয়াজী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, সারোয়ার ফরাজী, বিল্লাল হোসেন প্রধান, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও রাজিব সরকার, সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম, ছাত্রদল নেতা রবিউল, ইমন খান, এরফান, যুবনেতা সোহেল প্রধান, বাবলু বেপারী, রুবেল প্রধান, উপাদী ইউনিয়ন যুবদল নেতা সুমন, রোবেল, সানি, ছাত্রদল নেতা ঝন্টু সরকার, জসীম ফকির, বাবু আহমেদ, নাজমুল মোল্লা, রাকিব, নাইম, সায়মনসহ শত শত নেতা-কর্মী।