প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮
কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তী আর বেঁচে নেই

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তী। চাঁদপুরের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান সংগীত শিক্ষক ও কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তী রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে ভোরেই তাঁকে বাসায় নেয়া হবে বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।
চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের পক্ষ থেকে ইতু চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছেন আহ্বায়ক
শরীফ চৌধুরী এবং সপ্তসুর সংগীত একাডেমীর পক্ষে অধ্যক্ষ রূপালী চম্পক। তাঁরা প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন।







