সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ২২:২৩

চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়া মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) সকালে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসাইন, হাইমচর জামায়াতের সেক্রেটারি মো. জসিম উদ্দিন, সদর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজসহ চাঁদপুর-৩ সংসদীয় আসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহের পর অ্যাড. মো. শাহজাহান মিয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, চাঁদপুর-৩ আসনের জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়