প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২২:১৪
মতলবে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
গণতান্ত্রিক সকল আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করছে :. এমএ শুক্কুর পাটোয়ারী
মতলব দক্ষিণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা, র্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সভাশেষে আনন্দ শোভাযাত্রা মতলব বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেইটে এসে সমাপ্ত হয়। বুধবার (১ জানুয়ারি ২০২৫) মতলব কমিউনিটি সেন্টারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াউল মাওলা কচির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমএ শুক্কুর পাটোয়ারী। তিনি বলেন, গণতান্ত্রিক সকল আন্দোলন-সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠন দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও কাউন্সিলর খলিলুর রহমান, মতলব সরকারি কলেজ ছাত্র সংসদের সহ-সম্পাদক দিদার ফরাজী, জেলা যুবদলের সদস্য শাহজাহান সিরাজ, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম মিয়াজী, উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বারেক ডাক্তার, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা মিজানুর রহমান, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জামান, উপাদী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজির হোসেন স্বপন, উপাদি উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শরিফ সরকার, ছাত্রনেতা জাবেদ পাটোয়ারী প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মতলবে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারী।