রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২৩:৫০

কচুয়ায় ওপেন হাউজ ডেতে ওসি এম. আবদুল হালিম

অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে

বিশেষ প্রতিনিধি
অবক্ষয়ের কারণে সমাজে  অপরাধ প্রবণতা বেড়ে চলছে

মাদক প্রতিরোধ, সামাজিক অবক্ষয়, নারী নির্যাতন, চুরি, ডাকাতি প্রতিরোধে কচুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি ২০২৫) বিকেলে কচুয়া থানার আয়োজনে থানা প্রাঙ্গণে ওসি এম. আবদুল হালিমের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজনের অংশগ্রহণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে। পারিবারিক হতাশা থেকে আত্মহত্যা বাড়ছে। নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করলে সার্বিক আইনশৃঙ্খলার উন্নতি ঘটবে। মাদকের বিষয়ে কোনো প্রকার তদবির চলবে না। মাদক আমাদের সমাজে একটি মরণব্যাধি। সুতরাং কচুয়ার আইনশৃঙ্খলার উন্নয়নে থানা প্রশাসন সকলের সহযোগিতা কামনা করছে। এসআই দেলোয়ার হোসেন রাজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, সাচার ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল নওশের আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ, উপজেলা বিএনপির একাংশের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মুহাদ্দিস নূর আহমেদ আজাদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী, তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়