সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:২০

চাঁদপুর ল'ইয়ার্স কাউন্সিলের আনন্দ ভ্রমণ ও ক্রীড়া প্রতিযোগিতা

চৌধুরী ইয়াসিন ইকরাম।
চাঁদপুর ল'ইয়ার্স কাউন্সিলের  আনন্দ ভ্রমণ  ও ক্রীড়া প্রতিযোগিতা

বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার আয়োজনে আনন্দ ভবন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি ২০২৫) সংগঠনের উদ্যোগে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও পরিবারের সদস্যদের নিয়ে সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় ও মিনি কক্সবাজারে আনন্দ ভ্রমণ সম্পন্ন করা হয়েছে। সকালে রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আইনজীবী ও পরিবারের সদস্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. ইকবাল-বিন- বাশার, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মো. আবুল খায়ের মো. সালেহ, সহ-সভাপতি অ্যাড. শাহজাহান মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এ.জেড.এম. রফিকুল হাসান রিপন, অ্যাড. বাবর বেপারী, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. জসিম মেহেদী, অ্যাড. ওমর ফারুক টিটু, জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির জয়েন্ট সেক্রেটারি অ্যাড. শরিফ মাহমুদ ফেরদাউস সায়েম, সিনিয়র আইনজীবী অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. তোফায়েল আহমেদ জোসেফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ প্রমুখ। আনন্দ উৎসবের সমন্বয়কের দায়িত্ব পালন করেন অ্যাড. মামুন হোসেন মিয়াজী। সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন অ্যাড. শাহজাহান খান, অ্যাড. আব্দুল কাদের খান, অ্যাড. শফিকুল ইসলাম রনী, অ্যাড. ইমাম হোসেন সুমন, অ্যাড. মুসলিম হোসেন মিয়াজী, অ্যাড. তানভীর আহমেদ (মামুন)। অনুষ্ঠানে হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়