প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩০
চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণ: ঘটনাস্থলে ফেলে যাওয়া মানিব্যাগে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
মানিব্যাগের রহস্য
|আরো খবর
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে এক কিশোরীকে (১৫) দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হতে হয়েছে। রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপকূলীয় বেড়িবাঁধের প্যারাবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ: ভুক্তভোগী কিশোরী জানায়, মহেশখালী যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিল সে। এ সময় দুই যুবক ছোরা ঠেকিয়ে তাকে বেড়িবাঁধের প্যারাবনের কাছে নিয়ে যায়। সেখানে আরও ছয়জন এসে মিলে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। মেয়েটি জানিয়েছে, সড়কে চলাচলরত পথচারী এবং গাড়ি চালকদের কাছে সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।
স্থানীয়দের সহযোগিতা: ঘটনার পর স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার মানসিক এবং শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ।
তদন্তে চাঞ্চল্যকর তথ্য: পুলিশ জানায়, ঘটনাস্থলে অভিযুক্তদের ফেলে যাওয়া একটি মানিব্যাগ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মানিব্যাগের ভেতরে পাওয়া যায় দুটি মোবাইল নম্বর, যার একটি নম্বরে একটি পুলিশ কর্মকর্তার নাম লেখা রয়েছে। এছাড়া মানিব্যাগে পাওয়া গেছে একজন নারীর ছবি। এই মোবাইল নম্বর এবং ছবি যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।
অপরাধীদের শনাক্তকরণে অগ্রগতি: পুলিশ ইতোমধ্যে ফেলে যাওয়া প্রমাণগুলো বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তকরণে কাজ শুরু করেছে। মানিব্যাগে থাকা কাগজ, নম্বর এবং ছবির ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
জনমনে ক্ষোভ: এই নৃশংস ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পথচারী ও গাড়ি চালকদের নিরব ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “পথচারীরা যদি সময়মতো মেয়েটিকে সাহায্য করত, তাহলে হয়তো এই ভয়াবহ ঘটনা ঘটত না।”
পুলিশের প্রতিশ্রুতি: এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, “আমরা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অপরাধীরা যত প্রভাবশালীই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি নারী ও শিশু সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
[পাঠকদের মতামত]
এই ঘটনার বিষয়ে আপনার মতামত দিন কমেন্ট বক্সে।