প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২০:১২
বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেবে : শরীফ মো. ইউনুছ
সোমবার (৬ জানুয়ারি ২০২৫) ফরিদগঞ্জ উপজেলাধীন ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ ও আলহাজ্ব এমএ হান্নান ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. ইউনুছ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান মাস্টারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিঠুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন সোহেল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, নারী নেত্রী ফারজানা ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিন আলম তানভীর, যুবদল নেতা রিয়াজুল ইসলাম জয়, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমীন আবির, আবু বকর পাটোয়ারী, প্রচার সম্পাদক এমরান হোসেন মিশর, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা মজু, সুলতান মামুন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার সিটু গাজী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মেম্বার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াজ খান, ইউনিয়ন ছাত্রদল নেতা শোয়েব ভূঁইয়া, মাহমুদুল হাসান সজিব, আফসার গাজী, পরান, শাফায়েত, ফারুক সহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে শরীফ মো. ইউনুছ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের সর্বোচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা হবে। গত সতের বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশ ও দেশের জনগণ, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাসহ সকল সেক্টরকে ধ্বংস করে দেশকে প্রতিবেশী দেশের পদাবনত করার জন্যে সব আয়োজন চূড়ান্ত করেছে। কিন্তু ছাত্র-জনতার গণ-আন্দোলনে ও অভ্যুত্থানে হাসিনা তার বাবার মতো স্বামীর দোশে পালিয়ে গেছে। তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মীরাই বিএনপির শক্তি। আওয়ামী লীগ যে সকল অপকর্ম করে জনগণের ঘৃণার পাত্র হয়েছে আপনারা সে সকল কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন৷ জনগণকে সকল প্রকার সহযোগিতা করবেন, বিপদ আপদে পাশে দাঁড়াবেন। দেশকে নতুন করে শহিদ জিয়ার আদর্শের ভিত্তি ধরে উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ার কাজে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের নেতা জননেতা তারেক রহমানের নির্দেশ, দলবাজি, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস করলেই প্রমাণের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এতে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। অতএব বিএনপির সকল নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। নারীদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন বেগম খালেদা জিয়া। তাই নারীরা সবসময় তাঁকে সমর্থন করেন।