প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ
চট্টগ্রাম বিভাগীয় দলে সুযোগ পেলেন চাঁদপুরের ৬ ক্রিকেটার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বিভাগীয় পর্যায়ে চলছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের খেলা। টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ তে রয়েছে খুলনা, রংপুর, বিকেএসপি, ঢাকা বিভাগ দক্ষিণ ও চট্টগ্রাম বিভাগ। গ্রুপ ‘বি’ তে রয়েছে বরিশাল বিভাগ, ঢাকা মেট্রো, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ দক্ষিণ ও সিলেট বিভাগ। খেলাগুলো হবে ৩ দিনের ম্যাচ। চট্টগ্রাম বিভাগের প্রথম খেলা হবে ১১ থেকে ১৩ জানুযারি। চট্টগ্রাম বিভাগ খেলবে ঢাকা বিভাগ দক্ষিণের সাথে। ১৬ থেকে ১৮ জানুয়ারি খেলবে বিকেএসপি, ২১ থেকে ২৩ জানুয়ারি রংপুর বিভাগ ও ২৬ থেকে ২৮ জানুয়ারি খেলবে খুলনা বিভাগের সাথে।
চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের চাঁদপুরের খেলোয়াড়রা হলেন : তানজিল আখন্দ, মাহমুদুল হাসান নোমান, মো. শহিদ আফ্রিদী, রাতুল দাস, ইমতিয়াজ আয়মন ও সালমান জাহান মিয়াজী। চট্টগ্রামে চাঁদপুর জেলা ক্রিকেট দলের খেলা চলাকালীন নির্বাচকরা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড় হিসেবে এদেরকে সিলেক্ট করেন। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন চাঁদপুরের সালমান জাহান মিয়াজী।
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ক্রিকেট দলের অধিনায়ক সালমান জাহান মিয়াজী এর আগেও জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সারাদেশের মধ্যে ২য় ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালেও চাঁদপুর জেলা ক্রিকেট দলের হয়ে চট্টগ্রামে ব্যাটিং ও বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে চাঁদপুরের দলকে ২য় বারের মতো শিরোপা এনে দেন।
চট্টগ্রাম দলের অধিনায়ক সালমান জাহান মিয়াজী এ প্রতিবেদকের সাথে মুঠোফোনে আলাপকালে বলেন, আমাদের দল যাতে প্রত্যেকটি বিভাগের সাথে জয়লাভ করতে পারে সেজন্যে সকলের কাছে দলের জন্যে এবং আমাদের চাঁদপুরের সকল ক্রিকেটারদের জন্যে দোয়া চাই। আমাকে যেহেতু দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে, আমি যাতে আমার সেরা খেলাটা দিতে পারি সেজন্যে দোয়া চাইছি। চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ ও দলের কোচ শামিম ফারুকীর তত্ত্বাবধানে বেশ ক'দিন ধরে আমরা অনুশীলন করে যাচ্ছি। আশা করি ভালো খেলে নির্বাচকদের নজরে আসতে পারবো।
দলের ক্রিকেটার মাহমুদুল হাসান নোমান, শহিদ আফ্রিদীর সাথে মুঠোফোনে আলাপকালে তারা জানান, দলের সকলেই খেলার জন্যে প্রস্তুত রয়েছে। আশা করি আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরা বিভাগীয় পর্যায়েও ভালো করবো। আমরা যাতে সকলেই ভালো খেলতে পারি এ জন্যে সকলের দোয়া চাই। আমাদের দলে খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও কক্সবাজারের ক্রিকেটার রয়েছে।