প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:২৩
ফরিদপুরে ভয়াবহ দুর্ঘটনা: ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে।প্রাণ গেল ৫ জনের
রেলক্রসিংয়ে মৃত্যুর নাচ
|আরো খবর
ঘটনার বিবরণ: ফরিদপুর থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি গেরদা রেলক্রসিং পার হওয়ার সময়, একটি মাইক্রোবাস রেললাইন অতিক্রম করছিল। রেলক্রসিংটিতে কোনো গেটম্যান বা সুরক্ষাব্যবস্থা না থাকায় মাইক্রোবাসটি সরাসরি ট্রেনের ধাক্কায় পড়ে। সংঘর্ষে মাইক্রোবাসটি প্রায় ৫০ গজ দূরে ছেঁচড়ে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।
নিহত ও আহতদের অবস্থা: ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
:স্থানীয়দের অভিযোগ: স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, গেরদা রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে গেটম্যানবিহীন রয়েছে। সুরক্ষাব্যবস্থা না থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত গেটম্যান নিয়োগ ও আধুনিক সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রশাসনের প্রতিক্রিয়া: ফরিদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি সুরক্ষাব্যবস্থার অভাবের কারণে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার কার্যক্রম:
ফরিদপুর ফায়ার৷ সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। মাইক্রোবাসটি পুকুর থেকে তোলা হয়েছে।
সমন্বয়ের অভাবে ঝুঁকি: দেশের বিভিন্ন স্থানে রেলক্রসিং গুলোতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। এ দুর্ঘটনা সেই ত্রুটিগুলোর দিকে প্রশাসনের নজর ঘোরাবে বলে আশা করা হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা জনসাধারণের মধ্যে শোকের ছায়া ফেলেছে। রেলক্রসিংয়ে আধুনিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।