বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯

রিয়াদে বৃহত্তর ফরিদপুর প্রবাসীদের মতবিনিময় সভা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব ব্যুরো চীফ
রিয়াদে বৃহত্তর ফরিদপুর প্রবাসীদের মতবিনিময় সভা

সৌদি আরবের রাজধানী রিয়াদে বৃহত্তর ফরিদপুর প্রবাসীদের মতবিনিময় সভা রিমাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শেখ রফিকুজ্জামান বাবুর সভাপতিত্বে এবং মো. মাইনুদ্দিন, ওমর মৃধা ও কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, ফরিদপুর-৪ আসনে বিএনপির এমপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আলমাস, শেখ হারুন, মো. আলী, সোহান জনি, মো. মনির হোসেন, জাহিদ মোল্লা, রেজাউল করিম, জুবায়ের হুসাইন, শহীদ খালাসী, ইয়াসিন আরাফাত, রুহুল আমিন, জিয়া বেপারী, রায়হান হোসেন ফজল, মিন্টু ফকির ও আল মামুন মোল্লা। সভায় বিপুল সংখ্যক ফরিদপুর ৪ আসনের প্রবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মানুষের কল্যাণে কাজ করার মধ্যে যে আনন্দ তা পৃথিবীর অন্য কোনো কাজে নেই। মানুষের সুখে দুঃখে পাশে থাকা, প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশের উন্নয়নের চাকা সচল রাখছেন। অর্থনৈতিকভাবে দেশ যখনই সংকটে পড়েছে, তখনই প্রবাসীরা দেশের পাশে থেকেছে। তাদের প্রতিও দেশের সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করা উচিত। প্রবাসের আইন কানুন মেনে সকল প্রবাসীকে দেশের সম্মানার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়