প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:০৩
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করার দাবি ইসলামী আন্দোলনের
পিআর (সংখ্যানুপাতিক), যেমন একটি আসনে ৫ জন প্রার্থীর ভোট হলো ১০%+১৫%+২০%+২৫%+৩০% মোট ১০০%। তার মধ্যে যিনি ৩০% ভোট পাবেন তিনি বিজয়ী। এতে করে ৩০% সমর্থনের বিজয়ী ৭০% বিজয়ীকে শাসন করবে। এতে সাম্য নয় বরং বৈষম্য সৃষ্টি হবে। এই পিআর পদ্ধতিতে আসছে জাতীয় সংসদ নির্বাচন করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (৪ জানুয়ারি ২০২৫ ) হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে আয়োজিত গণ-সমাবেশে বক্তব্য প্রদানকালে এমন দাবি করেন দলটির কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমেদ সাকী। এদিন বিকেলে ইউনিয়নের বাকিলা মধ্য বাজারে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি হিসেবে মুফতি মানসুর আহমেদ সাকী আরো বলেন, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের দেশে বৈষম্য থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ক্ষেত্রে ব্যক্তি-প্রার্থীর পরিবর্তে, নির্বাচন হবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে। এক্ষেত্রে ৩শ' আসনে নয়, পুরো বাংলাদেশ হবে একটি আসন। নির্বাচনে যে দল মোট প্রদত্ত ভোটের যত শতাংশ পাবে, সেই অনুপাতে সংসদে প্রতিনিধি পাঠাতে পারবে। বিশ্বের প্রায় ১শ'টি দেশ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুসরণ করে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সদস্য মোহাম্মদ আব্দুল কাদের, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহতাব উদ্দিন চৌধুরী, সেক্রেটারী হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন প্রধানীয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল গাজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসাইন। বাকিলা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহবুবের সভাপ্রধানে সমাবেশে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরিষদের উপজেলা সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজী, ইসলামী আন্দোলনের বড়কুল পশ্চিম ইউনিয়নের সভাপতি মুফতি শরীফুল ইসলাম, দ্বাদশগ্রাম ইউনিয়নের সভাপতি মাওলানা কুতুবুদ্দিন রাব্বানী, সদর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী পাটোয়ারী, রাজারগাঁও ইউনিয়নের সভাপতি ক্বারী আবুল হাশেম বেপারী, মালয়েশিয়া শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব প্রমুখ। বাকিলা ইউনিয়ন সেক্রেটারী মাওলানা শরাফত উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি মোহাম্মদ আখতার হোসেন নিপু, যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নূরে আলম সিদ্দিকী, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি ইমরান মাজহারী প্রমুখ। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের ইউনিয়নের উপদেষ্টা সদস্য মো. আব্দুল করিম সর্দার, সহ-সভাপতি আলহাজ্ব হোসেন ভুঁইয়া প্রমুখ। সমাবেশে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।