মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৩৮

কাতার আমিরের বিশেষ সম্মান : খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রেরণ

প্রতিবেদন: মো. জাকির হোসেন
কাতার আমিরের বিশেষ সম্মান : খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রেরণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সর্বাধুনিক চিকিৎসা সুবিধাসংবলিত এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই বিশেষ সম্মান প্রদর্শন করে কাতার সরকার দ্রুত এয়ারবাস এ-৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সটি প্রেরণের ব্যবস্থা করেছে।

লন্ডন যাত্রার প্রস্তুতি : বেগম খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। এর পূর্বে, ৬ জানুয়ারি মঙ্গলবার, এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্সটি দোহায় রি-ফুয়েলিংয়ের জন্য সংক্ষিপ্ত বিরতি নেবে এবং পরদিন সকালে লন্ডনে পৌঁছে সরাসরি হাসপাতালে যাবে।

চিকিৎসা দলের প্রস্তুতি : বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কাতারের একটি মেডিকেল টিম ইতোমধ্যে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে। লন্ডনে চিকিৎসার প্রস্তুতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন।

সফরসঙ্গী ও চিকিৎসা দল : বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সঙ্গে ১৫ জন সফরসঙ্গী থাকবেন। ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে ৬ জন চিকিৎসক, পুত্রবধূ শর্মিলী রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ ব্যক্তিগত কর্মকর্তারা এই দলে অন্তর্ভুক্ত।

স্বাস্থ্য পরিস্থিতি ও পূর্ববর্তী চিকিৎসা : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দী হওয়ার পর বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার দাবি জানানো হলেও পূর্ববর্তী সরকার সাড়া দেয়নি। পরবর্তীতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা ও অস্ত্রোপচার সম্পন্ন হয়।

নতুন সরকারের উদ্যোগ : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর চিকিৎসকরা বেগম জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরামর্শ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে, কাতারের আমির নিজ উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্স প্রেরণের সিদ্ধান্ত নেন।

সর্বশেষ বিদেশ সফর : বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১৬ সালে সৌদি সরকারের আমন্ত্রণে ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফর করেছিলেন। সেখানে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। লন্ডন সফরে দীর্ঘ আট বছর পর মা-ছেলের পুনর্মিলন ঘটবে।

কাতার সরকারের এই বিশেষ সম্মান ও সহযোগিতা বাংলাদেশ-কাতার বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচন করেছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসী প্রার্থনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়