বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৮

মোবাইল ফোন না পেয়ে কিশোরের আত্মহত্যা

মোবাইল ফোন না পেয়ে কিশোরের  আত্মহত্যা
মাহবুব আলম লাভলু

মতলব উত্তরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে কিশোর সাব্বির (১৪) আত্মহত্যা করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ছেঙ্গারচর বাজারের কলাকান্দা রোডে বাবুলের পাঁচ তলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির কয়েকদিন ধরে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্যে পরিবারের কাছে আবদার করে আসছিলো। কিন্তু বয়স কম হওয়ায় পরিবারের পক্ষ থেকে মোবাইল ফোন কিনে দেয়া হয় নি। এ নিয়ে সে অভিমান করে দুদিন খাবার খায়নি। বুধবার সন্ধ্যায় মা রেশমা আক্তার তাকে শাসন করলে সাব্বির নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে তার মা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সাব্বিরকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাব্বির মতলব উত্তর উপজেলার বারোআনি গ্রামের জহির শিকদারের ছেলে। সে প্লাম্বার মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিমান থেকেই কিশোর সাব্বির আত্মহত্যা করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়