বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০২:২৬

সন্দেহভাজন সেনাসদস্য আটক, সাময়িক লকডাউন জারি; প্রেসিডেন্ট ট্রাম্প অবহিত

যুক্তরাষ্ট্রের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে গুলিবর্ষণ, আহত ৫ সেনা

প্রতিবেদন : মো. জাকির হোসেন
যুক্তরাষ্ট্রের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে গুলিবর্ষণ, আহত ৫ সেনা
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে এক বন্দুকধারীর গুলিবর্ষণে অন্তত পাঁচজন সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই সেনাঘাঁটির একটি অংশে সাময়িক লকডাউন জারি করা হয়। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকাল ১০টা ৫৬ মিনিটে এ হামলা ঘটে।

আহত সেনাদের প্রথমে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিছু আহতকে পরে সাভান্নাভিত্তিক মেমোরিয়াল হেলথ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারেও পাঠানো হয়।

ফোর্ট স্টুয়ার্ট কর্তৃপক্ষ জানায়, এক সেনা সদস্যই গুলিবর্ষণ করেন এবং সন্দেহভাজন হিসেবে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তার পরিচয় প্রকাশ না করা হলেও তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলাকারী ছিলেন ২৮ বছর বয়সী সেনা সার্জেন্ট কোর্নেলিয়াস র‍্যাডফোর্ড।

ঘটনার পরপরই সকাল ১১টা ০৪ মিনিটে ঘাঁটির কার্যক্রম স্থগিত করে লকডাউন ঘোষণা করা হয়। আনুমানিক ১১টা ৩৫ মিনিটে হামলাকারীকে আটক করা সম্ভব হয়। লকডাউন ছিল প্রায় এক ঘণ্টা।

লিবার্টি কাউন্টির শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতা হিসেবে সেনাঘাঁটির বাইরের তিনটি স্কুলেও লকডাউন দেওয়া হয়।

ফোর্ট স্টুয়ার্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং কমিউনিটির জন্য আর কোনো হুমকি নেই।

ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস বলেন, “আমাদের সদস্যরা দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প এক্স (সাবেক টুইটার) এ দেওয়া বার্তায় বলেন, “আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটি সম্পর্কে অবহিত রয়েছেন এবং নিয়মিত আপডেট পর্যবেক্ষণ করছেন।

ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্বে অবস্থিত বৃহত্তম সেনা ঘাঁটি। এটি ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সেনা সদস্য এবং তাদের পরিবারদের আবাসস্থল। ঘাঁটিটি সাভান্না শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এখন পর্যন্ত হামলার পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য জানা যায়নি। তদন্ত চলছে এবং কর্তৃপক্ষ হামলাকারীর মোটিভ সম্পর্কে বিস্তারিত জানাতে আরও সময় নিচ্ছে।

এই হামলার ঘটনাটি আবারও প্রমাণ করল, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে সামরিক স্থাপনাগুলোতেও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়