প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৪:৪৭
অক্টোবর ৭ হামলার ভিডিও প্রকাশ করল ইসরায়েল, গাজা সিটি অভিযানে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি

ইসরায়েল সরকার হামাস কর্তৃক ২০২৩ সালের অক্টোবর ৭ তারিখে সংঘটিত হামলার একটি সংঘর্ষপূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওটিতে হামলাকারীদের বডি ক্যামেরার দৃশ্য অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে সাধারণ পরিবার ও শিশুদের ওপর নৃশংস আক্রমণের ছবি ধরা পড়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, বিশ্ববাসীর সামনে হামাসের নিষ্ঠুরতা প্রমাণ করতেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে।
|আরো খবর
এদিকে ইসরায়েল সেনাবাহিনী গাজা সিটিকে “বিপজ্জনক যুদ্ধক্ষেত্র” ঘোষণা করে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। অভিযানের লক্ষ্য হামাসের ঘাঁটি ধ্বংস করা হলেও আন্তর্জাতিক মহল বলছে, এতে গাজায় তীব্র মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
অভিযান চলাকালে ইসরায়েলি বাহিনী দুইজন জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সব জিম্মিকে, জীবিত বা মৃত, দেশে ফিরিয়ে আনা হবে।
জাতিসংঘ মহাসচিব এই অভিযানের পরিকল্পনাকে “বিপজ্জনক বৃদ্ধি” আখ্যা দিয়ে সাধারণ মানুষের জীবন রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশও সমালোচনা করেছে। অন্যদিকে তুরস্ক ইসরায়েলি জাহাজের জন্য বন্দর বন্ধ ও আকাশপথ সীমিত করার ঘোষণা দিয়েছে।
অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডাসহ বিভিন্ন দেশ এই অভিযানের সমালোচনা করে বলেছে, গাজা সিটিতে নতুন অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং মানবিক বিপর্যয় তীব্র করছে। এছাড়া আরব বিশ্ব ও মুসলিম দেশগুলোও এ পদক্ষেপকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে।
ডিসিকে/এমজেডএইচ