প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৩৮
রোটা. আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের ৮০তম জন্মদিন পালন
চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুরের বহু সামাজিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রোটা. আলহাজ্ব মো. জাহাঙ্গীর আখন্দ সেলিমের ৮০তম জন্মদিন মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) তাঁর চাঁদপুর শহরের মেথা রোডস্থ বাসভবনে পালিত হয়। সন্ধ্যায় চাঁদপুর রোটারী ক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তারপর কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রোটা. অ্যাড. মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি রোটা. সুভাষ চন্দ্র রায়, রোটা. তমাল কুমার ঘোষ, রোটা. কাজী শাহাদাত, ভাইস প্রেসিডেন্ট রোটা. উজ্জ্বল হোসাইন, সদস্য রোটা. গাজী মহসীন কাদের মিশু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি (২০২৪) শাহাদাত হোসেন শান্ত ও সেক্রেটারী রোটা. মাহাবুবুর রহমান সুমন, ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক সভাপতি মাহমুদা খানম প্রমুখ।