বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১১:০৩

তাঁর কথা ও কাজে থাকুক মিল

কাজী শাহাদাত
তাঁর কথা ও কাজে থাকুক মিল

মতলব উত্তরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুমা মনি তাঁর কর্মস্থলে যোগদান করেই স্থানীয় সাংবাদিকদের সাথে সোমবার (৬ জানুয়ারি ২০২৫) মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। এ সভায় বিশদভাবে নানা বিষয়ে তিনি আলোচনা করেছেন। ইতঃপূর্বে অন্য কোনো ইউএনও এতোটা খোলামেলা আলোচনায় এতো কথা বলেছেন আমাদের জানা নেই। আর যদি বলেও থাকেন, সেটা এবারের মতো মিডিয়া কাভারেজ পেয়েছে বলে মনে হয় না। কারণ, এখানকার সাংবাদিকরা মুক্তমনে অনেক কথাই লিখতে পারতেন না। যারা একটু লেখার চেষ্টা করেছেন, তাদেরকে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে তথা স্বেচ্ছা নির্বাসনে যেতে হয়েছে। মতলব উত্তরে সরকারি কর্মকর্তাগণের কেউ খোলামেলা কথা বলার মতো পরিস্থিতিতে ৫ আগস্ট ২০২৪-এর পূর্বে ছিলেন না। দেশের একজন বহুল পরিচিত রাজনীতিবিদ মতলব উত্তর ও দক্ষিণের প্রশাসনে অন্তত পনের বছর ধরে প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাব বিস্তার করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তটস্থ রেখেছিলেন।

সোমবারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত ইউএনও অনেক কথাই বলেছেন। তাঁর বক্তব্যের উল্লেখযোগ্য অংশ হচ্ছে : ''মতলব উত্তর একটি সম্ভাবনাময় উপজেলা। এই বৃহত্তম উপজেলায় চার পাশে মেঘনা ও ধনাগোদা নদী। এই উপজেলা পর্যটন শিল্পের জন্যে সম্ভাবনাময় একটি স্থান। এখানে রয়েছে ইলিশের মৎস্য প্রজনন ক্ষেত্র। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বেড়িবাঁধ ভাঙ্গন ও নদীর পরিবেশ বৈচিত্র্য নষ্ট হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে কঠোর। সাংবাদিকদের লেখনির মাধ্যমে এগুলোকে যথাযথ উপস্থাপন করা গেলেই মতলব উত্তর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব। আমি এখানে নতুন, পরিবেশটাও একদম নতুন। আমার কর্মকাণ্ডে কোনো ভুল-ত্রুটি হলে আপনারা গঠনমূলক সমালোচনা করে আমাকে সংশোধনের সুযোগ দিবেন। আপনারা চেষ্টা করবেন সমাজের উন্নয়নমূলক কাজগুলো বেশি বেশি প্রচার করতে। যাতে করে এটা দেখে আরো বেশি মানুষ কাজ করতে এগিয়ে আসে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে অংশ নিন। মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে সমাজে বিভ্রান্তি ছড়াবেন না। দেশের উন্নয়নে আমরা এক সাথে কাজ করতে চাই।''

আমরা মতলব উত্তরের নবাগত ইউএনও মাহমুদা কুলসুম মনির দৃঢ়তাপূর্ণ বক্তব্যের জন্যে তাঁকে ধন্যবাদ জানাই। তিনি কুপ্রভাবমুক্ত পরিবেশে পূর্বসূরিদের চেয়ে ভালোভাবে কাজ করতে পারবেন বলে আমাদের ধারণা। এই ধারণাকে উপজেলাবাসীর বিশ্বাসের আওতায় আনতে হলে তাঁর কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে। এই উপজেলার বহুবিধ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তাঁকে সাংবাদিকদের বাইরে সুশীল সমাজ ও রাজনীতিকদের সাথেও মতবিনিময় করতে হবে। এর মাধ্যমে তিনি পেতে পারেন আশাব্যঞ্জক দিকনির্দেশনা। তারপর এর আলোকে তিনি জেলা প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গেলে কাক্সিক্ষত অনেক আনুকূল্যই পেয়ে যাবেন। আমরা মতলব উত্তরে নবাগত ইউএনও'র সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। তাঁর জন্যে আমাদের নিরন্তর শুভ কামনা রইলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়