বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩

চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার পাচ্ছেন চাঁদপুর কণ্ঠের আরিফ বিল্লাহ

চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার পাচ্ছেন চাঁদপুর কণ্ঠের আরিফ বিল্লাহ
রেদওয়ান আহমেদ জাকির

চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার-২০২৪-এ বিচারকদের মূল্যায়নে মনোনীত হয়েছেন ৬ জন সাংবাদিক। এর মধ্যে রয়েছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব দক্ষিণ উপজেলার নিজস্ব প্রতিনিধি এবং নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ। স্থানীয় পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদনের জন্যে বুধবার (৮ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় তিনি এ পুরস্কার পাচ্ছেন।

মুহাম্মদ আরিফ বিল্লাহ এক প্রতিক্রিয়ায় বলেন, পুরস্কারের জন্যে মনোনীত হওয়ায় প্রথমে মহান রবের দরবারে শোকরিয়া আদায় করছি। ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে, যাঁরা সাংবাদিকদের মূল্যায়ন করেছেন।

তিনি বলেন, কাজের জন্যে পুরস্কার পাওয়া আনন্দের। আর সাংবাদিকতায় বলে সেটি আরো বেশি ভালো লাগছে। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতসহ দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারের প্রতিটি সদস্যের প্রতি। যাঁরা আমাকে উৎসাহ জুগিয়েছেন।

তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে এ পুরস্কারের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। তাহলে উপজেলা ও জেলা শহরে অনুসন্ধানী সাংবাদিকতার প্রতিযোগিতা বাড়বে বলে আমার বিশ্বাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়