বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ২১:০২

হাজীগঞ্জ পৌরসভার ডাটা কালেকশন ও জরিপ কার্যক্রম শুরু

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ পৌরসভার ডাটা কালেকশন ও জরিপ কার্যক্রম শুরু
হাজীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে ড্রোনের মাধ্যমে ডাটা কালেকশন ও জরিপ কার্যক্রমে শুরু করা হয়। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়নে ডাটা কালেকশন ও জরিপ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) আধুনিক ড্রোন ও হাই টেকনোলজি জিএনএনএন আরটিকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ডাটা কালেকশন ও জরিপ কার্যক্রম শুরু করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে হাজীগঞ্জ পৌরসভাসহ দেশের ১৬টি পৌরসভায় এ কার্যক্রম চলমান রয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সার্বিক নির্দেশনায় এদিন দুপুরে পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের উপস্থিতিতে ডাটা কালেকশন ও জরিপ কার্যক্রমের শুরু করেন শেলটেকের নগর পরিকল্পনাবিদ মো. রায়হান মিঞা শুভ। জরিপ কার্যক্রমে ড্রোন পরিচালনা করবেন ইসতিয়াক হাসনাত ও জহির জাহান। হাই টেকনোলজি জিএনএনএন আরটিকেতে থাকবেন সার্ভেয়ার শাওন, তৌহিদ ও এনামুল। এ সময় অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস মিয়া, সহকারী প্রকৌশলী (পানি ও বিদ্যুৎ) মো. মাহবুবর রশিদ, হিসারক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফসহ কর্মকর্তা ও শেলটেকের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুপরিকল্পিত নগর পরিকল্পনার জন্যে প্রথমে ভূমি, ড্রেন, রাস্তা, পুকুরসহ বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে ড্রোন ও আরটিকে প্রযুক্তি ব্যবহার করা হবে। হাজীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়নে গত ৪ ডিসেম্বর প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়