প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২১:১২
ফরিদগঞ্জে শীতকালীন ক্রীড়া ও শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত সভা
ফরিদগঞ্জে উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানদের নিয়ে শীতকালীন ক্রীড়া ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ মানিক।
বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. এইচএম আনোয়ার মোল্লা, রামদাসেরবাগ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সুচারুরূপে নিতে এবং সার্বিক শিক্ষার মানোন্নয়নে বিশেষভাবে গুরুত্বারোপ করেন।