বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৮

টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

চাঁদপুর শহরে টাস্কফোর্সের বিশেষ অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিএসটিআই'র লাইসেন্স নবায়ন না থাকায় এ দুটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়। মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, শহরের পুরানবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না থাকায় মেসার্স মনির ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং হাজী ট্রেডার্সকে বিএসটিআই'র লাইসেন্স নবায়ন না থাকা ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি পরিশোধ করে। এ সময় জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন। বাজার তদারকি অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর জেলা কার্যালয় টিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়