বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২১:০৬

মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী বৃদ্ধ নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী বৃদ্ধ নিহত
দুর্ঘটনা সংঘটনকারী মোটরসাইকেল।
অনলাইন ডেস্ক

চাঁদপুর সার্কিট হাউজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জানুয়ারি ২০২৫) দুপুরে । নিহত পথচারীর নাম মো. শাহজাহান খান (৭৫)। আহত হয়েছেন আরো এক নারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলটি দুজন পথচারীর ওপর আছড়ে পড়ে। সাথে সাথে বৃদ্ধ শাহজাহান খান মাটিতে লুটিয়ে পড়েন । তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা দেখে এগিয়ে আসেন ট্রাফিক সার্জেন্ট নাহিয়ান । পরে তিনি চাঁদপুর মডেল থানাকে বিষয়টি অবগত করেন । আশপাশের লোকজন জানান, বেপরোয়া গতির মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দিয়ে উড়িয়ে নিয়ে যায় বৃদ্ধ পথচারীকে। সঙ্গে সঙ্গে তার পা ভেঙ্গে হাড্ডি বের হয়ে যায় ।

মডেল থানার এসআই মোহাম্মদ সাখাওয়াত জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করি। হাসপাতালে আহত পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় এক নারী আহত হন । হাসপাতাল থেকে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান । মোটরসাইকেল চালকের নাম মো. আল-আমিন চৌধুরী । তার বাড়ি দুর্ঘটনার স্থান সংলগ্ন পাকা মসজিদ এলাকায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়