শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৫

বিচ্ছেদের সাড়ে সাত বছর

অনলাইন ডেস্ক
বিচ্ছেদের সাড়ে সাত বছর
ছবি : সংগৃহীত

বিচ্ছেদের সাড়ে সাত বছর

মিথ্যা মামলার জুলুমে, হুলিয়ার তীব্র শাসন,

রাজনীতির কঠিন পথে, মা-ছেলের বিচ্ছেদ ভাষণ।

সাড়ে সাত বছরের দীর্ঘ রাত, অপেক্ষার প্রহর গোণা,

প্রতিটি দিন ছিলো যন্ত্রণার, হৃদয়ে বেদনার সোনা।

তারেক দূরে প্রবাসে, মায়ের চোখে অশ্রু ঝরে,

দেশের মাটি, রাজনীতির মাঠ, সবকিছুই পড়ে সরে।

মিথ্যার বানে ভেসে গেছে, ন্যায়ের পথের আলো,

বিচ্ছেদের এই কষ্টে ভরা, জীবন হলো কালো।

কিন্তু আশা ছিলো অটুট, ভালোবাসার দৃঢ় বাঁধন,

সাড়ে সাত বছর পর, মিললো তারা, অপূর্ব বরণ।

লন্ডনের মাটি সাক্ষী হলো, মা-ছেলের সেই মিলন,

রাজনীতির সব বাধা পেরিয়ে, জাগ্রত হলো জীবন।

এই মিলনে নতুন স্বপ্ন, নতুন দিনের আশা,

ন্যায়-অন্যায়ের যুদ্ধে এবার, জিতবে ভালোবাসা।

মিথ্যা মামলার জাল ছিঁড়ে, সত্যের পথে চলা,

মা-ছেলের এই বন্ধনে, দূর হবে সব জ্বালা।

কবিতা : মো. জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়