বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১১:২৬

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে অসুস্থ কুকুর: কার্যকর পদক্ষেপের অভাবে উদ্বেগ বেড়েছে

বাবুরহাট কলেজে অসহায় কুকুর: মানবিকতার দাবি কি?

প্রতিবেদন: মো. জাকির হোসেন
বাবুরহাট কলেজে  অসহায় কুকুর: মানবিকতার দাবি কি?
ছবি: বিশেষ প্রতিনিধি

চাঁদপুর জেলার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে কয়েক মাস ধরে অবস্থানরত অসুস্থ কুকুরটির বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

গত রবিবার ও সোমবার কুকুরটি ক্যাম্পাসে অনুপস্থিত থাকলেও, এর পরবর্তী দিনগুলোতে আবার ক্যাম্পাসে দেখা যায়। কুকুরটির শরীরে এখনও চর্মরোগের লক্ষণ স্পষ্ট এবং এটি চিকিৎসার অভাবে দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছে। এ অবস্থায় ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

অভিভাবকদের অভিযোগ, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়নি। ক্যাম্পাসে প্রতিদিন প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত থাকে, এবং এ পরিস্থিতি তাদের জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। শিক্ষার্থীরা আতঙ্কিত থাকায় তারা মুক্তভাবে ক্যাম্পাসে চলাফেরা করতে পারছে না।

একজন শিক্ষার্থী জানায়, "ক্লাসে যাওয়ার সময় কুকুরটি মাঝে মাঝে এমনভাবে ঘোরাফেরা করে, যা আমাদের জন্য ভীতিকর। আমরা চাই এটি দ্রুত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে অন্য কোথাও স্থানান্তরিত হোক।"

এদিকে এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ আশা করছেন। তারা স্থানীয় পৌরসভা, স্বাস্থ্য বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের কাছে অনুরোধ জানিয়েছেন কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি এটিকে নিরাপদ স্থানে স্থানান্তরের।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানটির সুরক্ষা ব্যবস্থার প্রশ্ন তোলে। এলাকাবাসী ও শিক্ষার্থী অভিভাবকরা এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়