প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ২০:১৭
জেলার শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি পেলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতিস্বরূপ সনদ ও ক্রেস্ট গ্রহণ করলেন হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। সোমবার (১৪ জুলাই ২০২৫) জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন গোলাম মোস্তফা স্বপনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে তিনি এসব গ্রহণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ কালচোঁ দক্ষিণ ইউনিয়নকে নির্বাচিত করা হয়েছে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে। তারই স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন পেয়েছেন উল্লেখিত ক্রেস্ট ও সনদ। পরিবার পরিকল্পনা সচেতনতায় উদ্ভাবনী পদক্ষেপ, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক টিকাদান ও সেবা প্রদান, কৈশোরকালীন স্বাস্থ্যবিষয়ক প্রচারণা ও কাউন্সিলিং, স্থানীয় জনস্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ ও সক্রিয় অংশগ্রহণের কারণে এ স্বীকৃতি দেয়া হয়ে থাকে।
গোলাম মোস্তফা স্বপনের হাতে ক্রেস্ট ও সনদ প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা, চাঁদপুরের উপ-পরিচালক আবুল কাসেম মোহাম্মদ আনিছুল ইসলামসহ অন্য সকল কর্মকর্তা।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গোলাম মোস্তফা স্বপন জানান, এ ধরনের স্বীকৃতি শুধু গর্বের নয়, অনুপ্রেরণারও বটে। স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবা প্রসারে যেসব উদ্যোগ সত্যিকার অর্থে মানুষকে বদলে দেয়, তাদের পেছনের গল্পগুলো ছড়িয়ে পড়া উচিত দেশজুড়ে। এ স্বীকৃতি আমার নয়, এটি আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণের।