মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ২০:১৭

জেলার শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি পেলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন

কামরুজ্জামান টুটুল।।
জেলার শ্রেষ্ঠ ইউনিয়নের  স্বীকৃতি পেলেন  ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের কাছ থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ পুরস্কার গ্রহণ করছেন গোলাম মোস্তফা স্বপন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতিস্বরূপ সনদ ও ক্রেস্ট গ্রহণ করলেন হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। সোমবার (১৪ জুলাই ২০২৫) জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন গোলাম মোস্তফা স্বপনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে তিনি এসব গ্রহণ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ কালচোঁ দক্ষিণ ইউনিয়নকে নির্বাচিত করা হয়েছে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে। তারই স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন পেয়েছেন উল্লেখিত ক্রেস্ট ও সনদ। পরিবার পরিকল্পনা সচেতনতায় উদ্ভাবনী পদক্ষেপ, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক টিকাদান ও সেবা প্রদান, কৈশোরকালীন স্বাস্থ্যবিষয়ক প্রচারণা ও কাউন্সিলিং, স্থানীয় জনস্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ ও সক্রিয় অংশগ্রহণের কারণে এ স্বীকৃতি দেয়া হয়ে থাকে।

গোলাম মোস্তফা স্বপনের হাতে ক্রেস্ট ও সনদ প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা, চাঁদপুরের উপ-পরিচালক আবুল কাসেম মোহাম্মদ আনিছুল ইসলামসহ অন্য সকল কর্মকর্তা।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গোলাম মোস্তফা স্বপন জানান, এ ধরনের স্বীকৃতি শুধু গর্বের নয়, অনুপ্রেরণারও বটে। স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবা প্রসারে যেসব উদ্যোগ সত্যিকার অর্থে মানুষকে বদলে দেয়, তাদের পেছনের গল্পগুলো ছড়িয়ে পড়া উচিত দেশজুড়ে। এ স্বীকৃতি আমার নয়, এটি আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়