প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২
মডার্ন শিশু একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে চাঁদপুর শহরের ব্যাংক কলোনীস্থ মডার্ন শিশু একাডেমির হলরুমে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জন্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
|আরো খবর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, সহ-সভাপতি মাহমুদা খানম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর ও মো. জাকির হোসেন।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মডার্ন শিশু একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমা হক, সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, শাহানারা আক্তার, ফাহিমা আক্তার, নাজমুল ইসলাম নোমান, তাহমিনা আক্তার, শাহনাজ পারভীন, রোকসানা ইসলাম রাখি, তাসমিয়াহ জাহান জেরিন, মাদিনা আক্তার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এক প্রেরণামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে পরিবার, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।