প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৬
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আবারও সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। এ সময় সড়কে যানজট দেখা দিলে ঘন্টা পর মুক্ত করা হয়।।
|আরো খবর
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও রাজিব চৌধুরী সাংবাদিকদের জানান, চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত এ চারজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আরও একজন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেন। নিহত ব্যক্তিদের নাম হুমায়ুন কবির (৫০), মাজেদ ও মো. নোমান। তাদের বাড়ি নওগাঁ জেলায়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় পানিতে ডুবে ৫ জন গুরুতর আহত হন। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৪জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয়রা বাসযাত্রীদের উদ্ধার করেছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান, সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় রাখা হয়।