বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৯

রামগঞ্জে প্রাইভেট হসপিটাল অ্যাসোসিয়েশনের মানববন্ধন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে প্রাইভেট হসপিটাল অ্যাসোসিয়েশনের মানববন্ধন

লক্ষ্মীপুর মিলেনিয়াম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর অভিযোগে রোগীর আত্মীয়-স্বজন কর্তৃক হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের ওপর হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে রামগঞ্জ প্রাইভেট হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মক্ষেত্রে নিরাপত্তা দাবি করে শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রামগঞ্জ পৌরসভার গেইটে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ হাসপাতাল এন্ড ডায়গনস্টিক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে ও মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী, মোহাম্মদ বাবর চৌধুরী, মো. ফারুক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ যদি কোনো ভুল করে থাকে, তাহলে তাদেরকে আইনের আওতায় আনা যায়, কিন্তু তারা তা না করে প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট, ভাংচুর করে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারা আরো বলেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে রামগঞ্জ সহ সারাদেশে প্রাইভেট হাসপাতালগুলো তাদের সেবা বন্ধ করে দেবে। এ সময় উপস্থিত ছিলেন মো. হাশেম পাটোয়ারী, মো. মামুন হাওলাদার, ফয়সাল আহমেদ সুমন, শাহ আলম সুমন, মিজানুর রহমান জীবন, ফারুক পাঠান, মানিক বাবু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়