প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৬
মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ জব্দ, লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর পানিরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ইমরান খান।
|আরো খবর
এ সময় রায়পুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ও রায়পুর থানার পুলিশসহ ভূমি অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ আগস্ট দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার জব্দ করেছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী রায়পুর ক্যাম্প ও পুলিশের সহযোগিতায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন বিভিন্ন খালে অবৈধভাবে বালু দস্যুদের বিরুদ্ধে এ বিশেষ অভিযানে পানিরঘাট এলাকায় ৫টি ড্রেজার এবং ৮০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রাসেল খলিফা নামে দস্যুকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ড্রেজারের মালিক ভূমিদস্যুরা ও শ্রমিকরা। পরে জব্দ করা ড্রেজার মেশিন স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহৃত পাইপগুলো বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান জানান, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ কাজের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।