প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯
মতলব উত্তরে ৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
মতলব উত্তরে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছে ফাহিম ফরাজী (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র। এতে করে আতঙ্কে রয়েছে ফাহিমের পরিবারের সদস্যরা।
|আরো খবর
নিখোঁজ ফাহিম ছেংগারচর পৌরসভার উত্তর শিকিরচর গ্রামের স্বপন ফরাজীর ছেলে ও ঢাকার কেরানীগঞ্জের বাঘৈর মুঈনীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। ফাহিমের পরনে ছিলো সাদাকালো সোয়েটার ও সাদা পায়জামা। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্জি।
নিখোঁজ ফাহিমের স্বজনরা জানায়, সোমবার (৬ জানুয়ারি ২০২৫) সকাল ৮ টায় বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয় ফাহিম। মাদ্রাসা শিক্ষকরা জানান, ফাহিম মাদ্রাসায় আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তিনদিনে আর সন্ধান মিলেনি নিখোঁজ ফাহিমের।
যদি কেউ ফাহিমের কোথাও সন্ধান পেয়ে থাকেন তাহলে 01321804642 ও 01905219479 নম্বরে যোগাযোগ করে বাবা-মায়ের বুকে ফিরিয়ে দেবার আকুতি জানিয়েছেন নিখোঁজ ফাহিমের পরিবার।